Celebrating Life's Most Delightful Moments

The Joy of Small Things

োদদগ্ধ শহর

চলার পথ ধূলিধূসর, নিষ্ঠুরতার রুক্ষ

আর যেন অন্তহীন প্রতিটি মুহূর্তে

বেরিয়ে আসছে

অজানা কালো গহব্বর থেকে।

তবু নিঃশব্দ পথগুলো নীরবে

চলছে ধ্বংসের পথে।

পাশবিক হিংস্রতা,

হিংস্রতায় দু- চোখ ধকধক্ জ্বলে।

তাদের চোখে স্বার্থে অন্ধ,

মানুষকে মানুষ না দেখে কুকুর জ্ঞান করে।

তাদের দৃষ্টি অপরিচ্ছন্ন, চোখ নকল।

মানুষের চোখে বৈরিতা,

তবে কুকুরের চোখে বৈরিতা নেই।

বর্তমান মানুষগুলো আপাদমস্তক

দেখতে শুনতে মানুষ হলেও

স্বভাব তাদের কুকুরের মতো।

তাদের ঘর আছে,

কিন্তুু তাদের ঘরে প্রবেশের দরজা নেই।

Our story

কিন্তুু কেনো হঠাৎ এই ভাবে বিলিন হয়ে গেলে।

স্বপ্নময় ছিল দিন রাত

হঠাৎ দুঃস্বপ্নে ভরে গেছে।

বেদনাতীত হৃদয় নিয়ে

আজ আমি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে।

পৃথিবী উর্ধ প্রান্তে তাকিয়ে দৃষ্টমান মুখছবি প্রতিচ্ছবি ভেসে ওঠে।

কত বছর কত দিন দেখি নি

প্রতীক্ষার শেষ, আজো ও অবসাদ হয় নি।

বরফগলা পথ পেরিয়ে এসেছি অগ্নিবৎ পথে

জ্বালাময়ী অগ্নিকণা জ্বলে পুড়ে ছার - খার।

অগ্নিকণা পোড়াতে পারেনি দেহ

নরকের নিক্ষিপ্ত এ দেহ আগুনের গোলক

নিকোটিনের ধোঁয়ার মতো গ্রাস করছে।

ভালবাসা শূন্য প্রান্তে তার নিঃস্ব রিক্ত,

হৃদয় দিয়ে গলগলিয়ে রক্ত ঝরছে।

কেটেছে কত রঙিন মখমলের দিন

নতুন সফর , শুনেছি আবার নোনা দরিয়ার ডাক।

হেঁটেছি কত জোসনা মাখারাত্রি।

নতুন দরিয়ার ডাকে তুমি দিশেহারা

বিলুপ্ত জীবন আজ শুধু স্পর্শ।

যে নদী হারিয়ে গেছে, তার সাথে তুমি আর আমি

যে শব্দ হারিয়ে গেছে তার সাথে তুমি আর আমি।

Contact us

Have a question?

Contact us whenever you have any questions. We are always here for you!

Address

  • Bogra District, Bangladesh